UnishKuri
Web-entertainment-2.jpg

পাওলির সঙ্গে শপিং

জীবনের নতুন ইনিংস শুরু করার আগে শপিং করে ফেললেন পাওলি দাম। তাঁর পছন্দের রং লাল। তাই একটি টুকটুকে লাল বেনারসি ছাড়াও বেশ কয়েকটি হ্যান্ডলুম, জর্জেট মেটেরিয়ালের পিচ, হলুদ রঙের শাড়ি নেওয়া হল। এছাড়া আর কী কী কিনলেন তিনি, তা দেখতে চোখ রাখো সঙ্গের ভিডিওতে।