UnishKuri
Web-entertainment-2.jpg

 চাউম্যানে সি ফুড ফেস্টিভ্যাল! 


এই জুলাইয়ের আট তারিখ থেকেই কলকাতায় Chowman-এর সমস্ত ডাইন ইন আউটলেটে শুরু হয়ে গিয়েছে সি ফুড ফেস্টিভ্যাল। বিশেষ আকর্ষণ হিসেবে এবার থাকছে সাতরকম স্টার্টার এবং সাতরকম নতুন সাইড ডিশ। দু’জনের খরচ পড়বে মোটামুটি ১৫০০ টাকা (ট্যাক্স বাদে)। চাউম্যানের ডাইন ইন আউটলেটগুলি খোলা থাকে দুপুর ১২টা থেকে রাত সাড়ে দশটা অবধি। এই মুহূর্তে চাউম্যানের ছ’খানি আউটলেট আছে কলকাতার বালিগঞ্জ, প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোড, সল্ট লেক সেক্টর ওয়ান, পাটুলি ওয়াটার ট্যাঙ্কের কাছে, জেমস লং সরণি এবং সিঁথিতে।
কী-কী থাকছে এই ফেস্টিভ্যালের নতুন মেনুতে, তা জানানো থাকল নীচের এই টেবিলে—