UnishKuri
Web1.jpg
কোন ক্যাটাগরিতে পড়ে আমার Boyfriend / Girlfriend?

১। আমার সারাদিন খারাপ কাটলে বা মুড অফ থাকলে

a) ও আমার সঙ্গে অনেক গল্প করে, আমার মুড অফের কারণ আমি ভুলেই যাই

b) সেদিন আর বিশেষ কথা বলি না, পরের দিন বলি

c) ও শোনে, কিন্তু তারপর ওর নিজের দিন কী রকম কাটল, সেই গল্প শুরু করে দেয়

 

২। আমরা যেদিন ডেটে যাই, কার পছন্দের জায়গায় ঘুরতে যাই?

a) ও যেখানে নিয়ে যায়, আমিও সেখানেই যাই

b) আমরা দু’জনে টস করে ঠিক করি যে, আমরা কোথায় যাব

c) আমার যেখানে যেতে ইচ্ছে করে, সেখানেই যাই আমরা

 

৩। আমার বন্ধুরা কি ওকে পছন্দ করে? ওর সঙ্গে কথা বলে?

a) হঁ্যা, আমরা সকলেই একসঙ্গে আড্ডা মারি

b) আমার বন্ধুদের সঙ্গে ওর এসএমএস বিনিময় হয়

c) বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডরা ওর সঙ্গে মিশতে পারে না

 

৪) আমার কোনও শো থাকলে বা রেজ়াল্ট বেরলে…

a) ও আমার সঙ্গে সেখানে যায় এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকে

b) বাড়িতে বসে একটানা ভিডিয়ো গেম খেলতে-খেলতে ভুলেই যায়

c) আমার দরকারে সবসময়েই ও সেই জায়গায় সকলের শেষে পৌঁছয়

 

৫) প্রতিবছর আমার জন্মদিনে ও কী করে?

a) সারপ্রাইজ় বার্থডে পার্টি অ্যারেঞ্জ করে। আমার বন্ধুদেরও ডাকে

b) অনেক গিফ্ট নিয়ে আসে, শুধু দু’জনে মিলে সারাদিন আনন্দ করি

c) ওর মনে থাকে না, প্রতিবারই আমার জন্মদিনের কথা ও ভুলে যায়

 

৬) আমি ওকে খুব ভালবাসি, তার কারণ

a) ও ভীষণ কেয়ারিং আর আমাকে সবচেয়ে ভাল বুঝতে পারে

b) ওর সঙ্গে থাকলে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না

c) ও আমাকে সবচেয়ে বেশি ভালবাসে, আমি যা বলি সব শোনে।

5-10

পাগলা পার্টনার। ওকে মানুষ করার দায়িত্ব তোমাকেই নিতে হবে।

10-15

বিন্দাস পার্টনার। হ্যাভ ফান ইয়ার। পার্টনারটিকে হাতছাড়া কোরো না।

15-20

ফুলটু প্রেম। প্রেমে একেবারে গদগদ। এত প্রেম টিকলে হয়!