UnishKuri
Web-entertainment.jpg
abp
abp

পাঠকদের বিশেষ ভাবে ভাবতে শেখানোয়, তাদের বিভিন্ন বিষয়ে উত্‌সাহী করে তোলায় ‘১৯ ২০’-র ভূমিকা অনস্বীকার্য।

এই কয়েক বছরে ‘১৯ ২০’ বিভিন্ন ইভেন্টের মাধ্যমেও হয়ে উঠেছে একটি জনপ্রিয় নাম। ‘১৯ ২০’ গ্ল্যাম হান্ট-হটেস্ট মডেল হয়ে ওঠার প্ল্যাটফর্ম, ‘১৯ ২০’ ফেস নেক্সট-রেডিও জকি, ডিস্ক জকি, ভিডিয়ো জকি, টেলিভিশন জার্নালিস্ট হয়ে ওঠার বিশেষ মঞ্চ, ‘১৯

  • ২০’-র কভার গার্ল-‘১৯ ২০’-র কভারের জন্য বিশেষ (একটি আকর্ষক-মুখের সন্ধান) এবং ‘১৯ ২০’ ফ্রেশ ফেস- মডেলিং-এর জগতে নতুন মুখের খোঁজ। এই প্রতিটি ইভেন্টের লক্ষ্যই হল আজকের ছেলেমেয়েদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে ওয়াকিবহাল করে তোলা ও আত্মবিশ্বাস জোগানো। ‘১৯ ২০’-র সমস্ত পাঠক যাতে নিজেদের মনের কথা প্রাণ খুলে বলতে পারে, তার জন্য রয়েছে ‘১৯ ২০’ ক্লাব।
  • এই ক্লাবটি হল সমবয়স্ক এবং সমমনস্কদের একটি মিটিং পয়েন্ট। এখানে তারা নানা বিষয়ে আলোচনাকরতে পারে, নিজেদের ভাবমা, স্বপ্ন ইত্যাদি শেয়ার করতে পারে। প্রতিবার এই ক্লাবে এসে মেম্বাররা বিভিন্ন ওয়র্কশপে যোগ দেয়। কখনও সেই ওয়র্কশপ গ্রুমিং নিয়ে, কখনও সেই ওয়র্কশপ ফোটোগ্রাফির, কখনওবা মডেল হান্টের।
  • সব মিলিয়ে ‘১৯ ২০’ মানেই প্রচুর মজা, হুল্লোড়, মস্তি আর সেইসঙ্গে জীবনের অলিগলি রাজপথ সম্পর্কে জেনে নেওয়া।