UnishKuri
Web-entertainment.jpg
Archive

Unish Kuri 360 Parikrama

|

১৯ ২০-র সঙ্গে ৩৬০° পুজো পরিক্রমা!

the-pujo-app-header3-720x288-2.10.2017-04

মহালয়া পার হওয়া মানেই পুজো শুরু! সঙ্গে শুরু মণ্ডপে-মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার ভিড়ও। ইস, যদি এমন কোনও উপায় থাকত, যাতে একটু ভাল করে ঠাকুরও দেখা যেত, এদিকে ভিড়ের ঠেলাও খেতে হত না! জানি, টিভিতে পুজো পরিক্রমা দেখার উপদেশ দেবে অনেকে। কিন্তু সে তো এক মিনিটে পাঁচটা প্যান্ডেল ঘোরা! না হয় ঠিকমতো প্রতিমাদর্শন, না মণ্ডপের কারিগরির বিশ্লেষণ! তবে ১৯ ২০ থাকতে চিন্তা কী? এবছর ভিড় এড়িয়েই যতক্ষণ ইচ্ছে যে কোনও মণ্ডপে বসে সময় কাটাতে পারবে তোমরা। পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারবে সেখানকার মণ্ডপসজ্জা এবং প্রতিমা, তাও এক্কেবারে ৩৬০ডিগ্রি অ্যাঙ্গেলে! পুরোটাই নিজের কমফর্ট জ়োনে বসে, ভার্চুয়ালি। যদি ‘ভি আর গ্লাস’ থাকে তা হলে তো আরও ভাল! মনে হবে যেন তুমি মণ্ডপের ভিতরেই আছ! ‘উনিশ কুড়ি ৩৬০° পরিক্রমা ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য পুজো অ্যাপ’ নিয়ে আসছে এমনই এক বিরল সুযোগ! এই অ্যাপের সাহায্যে ‘৩৬০ মাল্টি ক্যামেরা রিগ্স’-এর সাহায্যে নানা সর্বজনীন এবং বাড়ির পুজোর অন্দরের এক্কেবারে ৩৬০ ডিগ্রি ছবি পৌঁছে যাবে দর্শকদের কাছে। এবছর যা পঞ্চমী থেকে ১৯ ২০-র ওয়েবসাইটের মাধ্যমে পৌঁছে যাবে তোমার মোবাইল, পিসি বা ল্যাপটপে! পুজোর পরেও পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে এই ওয়েবসাইটে গিয়ে এই সুযোগ নেওয়া যাবে। তাই উত্তরের টালা থেকে দক্ষিণের তালবাগান, ভিড় এড়িয়েই পৌঁছে যাও যে কোনও পুজোয়!